অটোমানদের পরিচয় । অটোমান কারা

 
অটোমান সাম্রাজ্যের সুলতানদের নামের তালিকা, অটোমান অর্থ কি, অটোমান সাম্রাজ্যের আয়তন, অটোমান কারা, অটোমান সাম্রাজ্য মানচিত্র, অটোমান সাম্রাজ্য ধ্বংসের কারণ, অটোমান সাম্রাজ্যের , রাজধানী কোথায় ছিল, অটোমান সাম্রাজ্যের পতন কত সালে,অটোম্যান সাম্রাজ্য,অটোমান সাম্রাজ্যের ইতিহাস,অটোমান সাম্রাজ্য,অটোম্যান সুলতান,অটোম্যান সম্রাজ্য,অটোমান সাম্রাজ্য পতনের কারণ,অটোম্যান সাম্রাজ্যের ইতিহাস,অটোমান সাম্রাজ্যে,অটোমান,অটোম্যান সুলতানী শাসন,অটোমান সম্রাজ্য,কিভাবে উসমানীয়া বা অটোমান সামরাজ্য গঠন হলো,অটোমান সাম্রাজ্যের সুলতানদের তালিকা,অটোম্যান সাম্রাজ্যের অভ্যুদয়,অটোম্যান সাম্রাজ্যের শেষ পরিনতি,অটোমান সাম্রাজ্যের পতন,সুলতান সুলেমান ও অটোম্যান সাম্রাজ্য,অটোমান সাম্রাজ্য কোন দেশের,অটোম্যান সাম্রাজ্যের শেষ পর্যন্ত কি হলো, itihasinfo, ইতিহাস ইনফো,


অটোমান অর্থ কি

বিশ্ব ইতিহাসে অটোমান সাম্রাজ্যের উথান এক গৌরবোজ্জ্বল অধ্যায়ের সূচনা করে P. Sites Bertold spuler, Curtin seremiah, E. S Creasy সহ অন্যরা এক বাক্যে স্বীকার করছেন যে উসমানী তুর্কিরা সামান্য যাযাবর অবস্থা থেকে কালক্রমে এশিয়া, ইউরোপে আফ্রিকা মহাদেশের এক বিরাট ভূবরের উপর শাসন করেন এবং প্রায় ৬০০ বছর রাজত্ব করেন। এছাড়াও Edward Gibbon সহ অন্যান্যরা বলেছেন বলেছেন যে মোগল ও খ্রিষ্টানগণ যখন যখন ইসলামকে বিশ্বের বুক থেকে মুছে ফেলার জন্য চেষ্টা চালিয়েছিলেন, ঠিক তখনই উসমানীয় তুর্কির ইসলামের রক্ষকারী হিসেবে আবির্ভূত হন।  তারা ইসলামের বিজয় কেতন ইউরোপের বুকে উত্তোলন করেছিলেন।
 
উসমাণীয়দের পরিচয় 
ইতিহাসে উসমানীয়দের উত্থান কিছুটা ঐতিহাসিক পরিক্রমার মাধ্যমে সম্পন্ন হয় নিম্নে এ বিষয়ে আলোচনা করা হলো

উসমানীয় তুর্কিদের আদি বাসস্থান 

উসমানীয় তুর্কিরা ছিল যাযাবর জাতি। তাদের আদি বাসস্থান চীন দেশের গোবি মরুভূমি ও ওরাল পূর্বতমালার মধ্যবর্তী বিস্তীর্ণ অঞ্চলে। তারা তাতার নামক এক দুর্ধর্ষ জাতি কর্তৃক বিতাড়িত হয়ে এবং হুদিন যাবৎ ভূমধ্যসাগরের তীরবর্তী আনাতোলিয়াতে বসবাস করতে থাকে।

ইসলাম ধর্ম গ্রহণ

তুর্কি তাতার জাতির কাছ থেকে তাড়া খেয়ে আনাতােলিয়া অঞ্চলে যাবার কালে কিনে | সব দেশে মুসলমান সম্পর্শে আসে এবং ইসলাম ধর্ম গ্রহণ করে। ফলে ইসলামকে তারা অনেক বিপদের হাত থেরে রক্ষা করে।

উচ্চমান হতে অটোমান সূশে উৎপত্তি : 

তুর্কিরা বিভিন্ন গোত্রে বিভক্ত ছিল। এর মধ্যে অঘুজ গোত্রই প্রসিদ্ধ ছিলো এই অগুজ গোত্রে আবার ২৪টি শাখায় বিভক্ত ছিল। শাখাগুলোর মধ্যে একটি শাখায় উসমান জন্মগ্রহণ করেন। যিনি এ বংশের প্রথম সুলতান ছিলেন। প্রথম সুলতান উসমানের বংশধরকে উসমানীয় বা উসমানী বলা হতো। কিন্তু বিদেশি লেখক হতে এই বিকল হয়েঅটোমান” হয়েছে এবং ইতিহাসে নামটিই সমধিক প্রসিদ্ধ।
 
পরিশেষে বলা যায় যে, উসমানীয় বা অটোমান তুর্কি সামান্য যাযাবর অবস্থা হতে আরম্ভ করে তাদের প্রতিভা যোগ্যতার বলে এশিয়া মাইনর হতে গ্রিক মোঙ্গলদেরকে বিতাড়িত করেন। আর কালক্রমে ৩৫ জন সুলতান ক্রমায় তুরস্কের শাসনকার্য পরিচালনা করেন।

ইতিহাস মূলক তথ্য ছাড়াও আরো যেকোনো সরকারি এবং বেরসকারি চাকরির নিয়োগ বিজ্ঞাপ্তি, ফলাফল। শিক্ষা বিষয়ক যেকোনো তথ্য এবং পরীক্ষার ফলাফল পেতে আমাদের ফেসবুক পেইজ এবং আমাদের ফেসবুক গ্রুপে পেতে পারেন।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url