সুলতান দ্বিতীয় সেলিমের পরিচয় । দ্বিতীয় আহমেদ
সুলতান
সােলায়মানের রাজত্বকালে অটোমান সাম্রাজ্যের গৌরব উন্নতির শীর্ষশিখরে আরোহণ করেছিল। কিন্তু তারপর হতেই দ্রুতগতিতে এর পতন আরম্ভ
হয়। সােলায়মানের অধিকাংশ উত্তরাধিকারীই দুর্বল ' হলেন
এবং তাদের দুর্বলতা ও অযােগ্যতার সুযােগ
নিয়ে কর্মচারীগণ দুর্নীতিপরায়ণ ও সৈন্যরা স্বেচ্ছাচারী
উঠে। এ রকম একজন
শাসক ছিলেন সুলতান দ্বিতীয় সেলিম।
সুলতান দ্বিতীয় সেলিমের পরিচয়
সুলতান
সােলায়মানের মৃত্যুর পর তাঁর পুত্র
সেলিম তুরস্কের অটোমান সংহাসনে আরােহণ করেন (১৫ সেপ্টেম্বর, ১৫৬৫
খ্রিস্টাব্দ)। সুলতান দ্বিতীয়
সেলিম ছিলেন অযোগ্য, আরামপ্রিয় । অপদাথ। পিতা
মহামতি সােলায়মানের মহান গুণাবলির একটিও তার মধ্যে ছিল না। এ কারণেই পিতার
নিকট হতে উওরাধিকারী সূত্রে সুবিশাল সাম্রাজ্য, সুশৃঙ্খল ও সুসংগঠিত শাসনব্যবস্থা
এবং শক্তিশালী সামরিক বাহিনী লাভ করা সত্তেও সাম্রাজ্যের উন্নতির ক্ষেত্রে তিনি কোন অবদানই রেখে যেতে পারেন নি। সুলতান সেলিম ছিলেন কাব্যরসিক ও হেরেমপ্রিয়।
সুলতান সুলেমানের বর্তমান বংশধর
এজন্যই
রাজকার্য অপেক্ষা তিনি কবি, সাহিত্যিক ও চাটুকারদের দ্বারা
পরিবেষ্টিত থাকতে এবং হেরেমের অভ্যন্তরে মদ্যপান ও নারী সাহচর্যে
সময় কাটাতে অধিক পছন্দ করতেন। মদ্যপানের প্রতি তার এত আসক্ত ছিল
যে, তুর্কি ঐতিহাসিকগণ তাঁকে মাতাল সেলিম' নামে আখ্যায়িত করতে দ্বিধা করতেন না। প্রকৃতপক্ষে তাঁর বিলাসপরায়ণ জীবনযাপন ও রাজকার্যে অবহেলার
জন্যই অটোমান সাম্রাজ্যের পতনের বীজ রােপিত হয়।
সুলতান সুলেমান এর ইতিহাস
পরিশেষে
বলা যায় যে, তিউনিস বিজয়ের অব্যবহিত পরেই সুলতান দ্বিতীয় সেলিম মত্যমখে পতিত হন ১৫৭৪ খ্রিস্টাব্দে।
তার আট বছর স্থায়ী
রাজত্বকালের সমস্ত বিজয় ও কৃতিত্বের দাবিদার
ছিলেন প্রধান উজির মুহম্মদ সুকোলি, উলুজ আলী এবং অন্য সেনাপতিগণ।
ইতিহাস মূলক তথ্য ছাড়াও আরো যেকোনো সরকারি এবং বেরসকারি চাকরির নিয়োগ বিজ্ঞাপ্তি, ফলাফল। শিক্ষা বিষয়ক যেকোনো তথ্য এবং পরীক্ষার ফলাফল পেতে আমাদের ফেসবুক পেইজ এবং আমাদের ফেসবুক গ্রুপে পেতে পারেন।